Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা
      বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত বান্দরবান পার্বত্য জেলার অমত্মর্গত এই রোয়াংছড়ি উপজেলা একটি অনুন্নত ও পশ্চাদপদ এলাকা। খাড়া পাহাড় ও বন্ধুরময় প্রাকৃতিক বৈশিষ্টের কারণে এখানে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা একটি কঠিন বাসত্মবতা। তদুপরি জেলা সদর হতে রোয়াংছড়ি পর্যন্ত বিদ্যামান সড়কটির অবস্থা এতদিন যাবত বিপদজনকভাবে ভাঙ্গাচোরা অবস্থায় থাকাতে এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল। সম্প্রতি বান্দরবান সড়ক বিভাগের তত্ত্বাবধানে সড়কের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় বান্দরবান জেলা সদর হতে রোয়াংছড়ি উপজেলা সদর পর্যন্ত যাওয়া-আসা অনেকটা সহজ হয়েছে। জেলা সদর হতে মাত্র ২০ কিঃমিঃ দুরবর্তী এ উপজেলা শিক্ষাসহ অন্যান্য সকল ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। এখানে মাধ্যমিক পর্যায়ে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান আছে। অনুন্নত পরিবেশের কারণে এখানে শিক্ষকরা থাকতে চান না। তাই এখানে শিক্ষক পদায়ণ করা হলেও তদবিরের মাধ্যমে তাদের অন্যত্র চলে যাওয়ার প্রবণতা বিশষভাবে লক্ষণীয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় জনগণের সচেতনতার অভাবে এখানে শিল্প-বাণিজ্য, পর্যটনসহ সকল ক্ষেত্রে তেমন কোন বিকাশ ঘটেনি।