মানবিক সহায়তা কার্যক্রমের তালিকা সংশোধনের জন্য রোয়াংছড়ি উপজেলার সকল উদোক্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আবারো তাদের সুবিধার্থে এবং রোয়াংছড়িবাসীর সহযোগিতার জন্য লিখছি
মানবিক সহায়তা কার্যক্রমের তালিকাভুক্ত যে সকল ব্যক্তি ২৫০০ টাকা পান নাই তাদের তালিকা সংশোধনের জন্য উদোক্তাদের নির্দেশনাঃ
মানবিক সহায়তা কার্যক্রমের জন্য তৈরিকৃত CAMS সফটওয়্যারে নিম্নোক্ত ৪ টি তথ্য সংশোধন করা যাবেঃ
১। জাতীয় পরিচয়পত্র নাম্বার
২। জন্ম তারিখ
৩। মোবাইল নাম্বার
৪। পেশা
সংশোধনযোগ্য তালিকার এক্সেল শীটটি পৌরসভা / ইউনিয়নে দেওয়া হয়েছে।
প্রদত্ত এক্সেল শীটের ত্রুটি বর্ননা কলামে সমস্যা গুলো দেওয়া আছে।
সমস্যাঃ
১। এই এনআইডির সাথে কোন মোবাইল নাম্বার নিবন্ধিত নেই।
২। সরবরাহকৃত মোবাইল নম্বরটি জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের বিপরীতে নিবন্ধনকৃত নয়।
৩। এনআইডি / স্মার্টআইডি এবং জম্ম তারিখ যাচাইকরণ দরকার
যেভাবে সংশোধন করতে হবেঃ
১। উপরোক্ত সমস্যার তালিকার ১ ও ২ নং সমস্যাটি সমাধানের জন্য ঐ NID দিয়ে রেজিঃকৃত কোন মোবাইল নাম্বার দিতে হবে।
প্রয়োজনে নতুন সিম কিনে ঐ NID দিয়ে রেজিঃকৃত নতুন সিমের নাম্বারটি দিতে হবে।
২। ৩ নং সমস্যাটির জন্য যে NID দেওয়া আছে জন্ম তারিখ ঐ NID এর বিপরীতে হতে হবে।
৩। নিবন্ধনকৃত মোবাইল নাম্বারটি সচল না থাকলে নতুন সিম কিনে ঐ NID দিয়ে রেজিঃকরে নতুন সিমের নাম্বারটি দিতে হবে।
৪। কারো NID/ স্মার্ট NID না থাকলে সেক্ষেত্রে কোন বানিজ্যিক ব্যাংকের একাউন্ট নাম্বার দিতে হবে। এক্ষেত্রে কোন ব্যাংক একাউন্ট খোলার জন্য তাদের কাছ থেকে টাকা নিতে পারবে না। টাকা নিলে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য কোন এজেন্ট ব্যাংকের একাউন্ট নাম্বার দেওয়া যাবে না।
৫। উপকারভোগীর পেশা নীতিমালা অনুসরন করে সংশোধন করতে হবে। এক্ষেত্রে নিম্নোক্ত ১৪ টি পেশা ব্যবহার করা যাবে নাঃ
১। বেদে
২। গৃহিনী
৩। হিজড়া
৪। পথ শিশু
৫। বিধবা
৬। স্বামী পরিত্যক্তা
৭। প্রতিবন্ধী
৮। ইমাম
৯। চা শ্রমিক
১০। চা দোকানদার
১১। বস্তিবাসী
১২। ভিক্ষুক
১৩। ভবগুরে
১৪। বেকার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস