এ উপজেলায় বসবাসরত প্রত্যেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বৈচিত্রপূর্ণ। যেমন: মারমা সমাজে মারমা ভাষা প্রচলিত। তেমনি, বম সমাজে বম ভাষা, তঞ্চঙ্গ্যা সমাজে তঞ্চঙ্গ্যা ভাষা, ম্রো সমাজে ম্রো ভাষা, খুমী সমাজে খুমী ভাষা, খিয়াং সমাজে খিয়াং ভাষার অবাধ প্রচলন রয়েছে। তবে মারমা, বম ও ম্রোদের নিজস্ব বর্ণমালায় লিখিত ভাষার চর্চা দেখা গেলেও অন্যান্য সম্প্রদায়ের নিজস্ব লিখিত ভাষার চর্চা দেখা যায় না। তবে প্রত্যেক নৃ-গোষ্ঠীর সংস্কৃতিতে নিজ নিজ স্বকীয়তা বিশেষভাবে লক্ষণীয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস