Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঐতিহাসিক ৭ই জুন ৬-দফা দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা
বিস্তারিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আগামী ৭ জুন অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহামারি করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে জনসমাগম পরিহার করে ডিজিটাল পদ্ধতিতে এ বছর দিবসটি উদযাপন করা হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এটির আয়োজন করেছে। এতে প্রথম পুরস্কার ৩ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ লাখ, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা। এ ছাড়া রয়েছে শতবর্ষে শত পুরস্কার।

কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। ‘বঙ্গবন্ধু ও বাঙালির মুক্তির সনদ’ নামে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যেকোনো বয়সী ব্যক্তি। ৭ জুন (রাত ৯–১০ টা পর্যন্ত) এতে অংশ নিতে হবে। বিস্তারিত জানার জন্য https://quiz.mujib100.gov.bd/ ওয়েবসাইটে লগইন করতে হবে।

অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে চতুর্থ পুরস্কার: ৫০ হাজার টাকা, ৫ম পুরস্কার: ২৫ হাজার, বিশেষ পুরস্কার (মোট ৯৫টি), প্রতিটি ১০ হাজার টাকা।

নিবন্ধনের নিয়ম

১. প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।

২. প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে।

৩. একজন প্রতিযোগী কেবল একবার অংশ নিতে পারবেন।

৪. সঠিক নাম, ফোন নম্বর, ছবি ও ঠিকানা ব্যবহার করতে হবে, যা বিজয়ীদের ক্ষেত্রে যাচাই করা হবে।

৫. প্রতিযোগীকে ওয়েবসাইটে লগইন করে কুইজে অংশ নিতে হবে।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
03/06/2020
আর্কাইভ তারিখ
08/06/2020