আর্থিক : ১) পরিষদ তহবিল সংক্রামত্ম সকল বিষয়; ২) পরিষদের নিয়ন্ত্রণাধীন ট্যাক্স, রেইট, টোল্স এবং ফিস আরোপের প্রসত্মাব; ৩) পরিষদের বার্ষিক বাজেট বিবরণী; ৪) পরিষদের সংশোধিত বাজেট; ৫) চলতি অর্থবছরে বাজেটে অমত্মর্ভুক্ত হয় নাই এইরূপ ব্যয়ের প্রসত্মাব; ৬) পরিষদের বার্ষিক হিসাব বিবরণী; ৭) পরিষদ কর্তৃক বাসত্মবায়নযোগ্য কাজের মান এবং এস্টিমেট অনুমোদন; ৮) পরিষদের তহবিল বিনিয়োগ সংক্রামত্ম প্রসত্মাব; ৯) পরিষদের ব্যয়ের অডিট।
উন্নয়নমূলক : ১) হসত্মামত্মরিত বিষয়ভুক্ত উন্নয়ন প্রসত্মাব/প্রকল্প ও প্রাক্কলণ অনুমোদন; ২) পরিষদের পঞ্চবার্ষিকী ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও পস্ন্যানবুক প্রস্ত্তত এবং উহার হালনাগাদকরণ; ৩) পরিষদের তববিল দ্বারা বাসত্মবায়িত সকল ধরনের উন্নয়ন কাজের মাসিক অগ্রগতি র্যালোচনা, পরিবীক্ষণ ও মূল্যায়ণ; ৪) সরকার কর্তৃক সময়ে সময়ে পরিষদে ন্যসত্ম অন্যান্য সকল উন্নয়ন প্রকল্প। |
-: ২ :-
|
অপারেশনাল : ১) সরকার কর্তৃক পরিষদে ন্যসত্মকৃত/প্রেষণে নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীসহ পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী সংক্রামত্ম বিষয়াদি; ২) উপজেলা পরিষদ ম্যানুয়েলের ২৯ নং ধারা মতে গঠিত কমিটির সুপারিশ পর্যালোচনা ও অনুমোদন এবং উক্তরূপ সুপারিশের আলোকে বিভিনণ কমিটি গঠন ও উহার টার্মস অব রেফারেন্স অনুমোদন; ৩) ভাইস-চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রসত্মাব বা ক্ষেত্রমত সুপারিশ পর্যালোচনা ও অনুমোদন।
সমন্বয় : ১। পারফরমেন্স রিপোর্ট ও বিবরণী সংগ্রহসহ পরিষদে হসত্মামত্মরিত অফিসসমূহ এবং উপজেলার ভৌগোলিক অধিক্ষেত্রের মধ্যে কর্ম পরিচালকারী বিভিন্ন বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার উন্নয়ন কার্যক্রম মাসিক পর্যালোচনা এবং উক্ত প্রতিবেদন আইন অনুযায়ী সংশিস্নষ্ট সকলের নিকট প্রেরণ; ২) রিপোর্ট ও বিবরণী সংগ্রহসহ সরকারের রেগুলেটরি ডিপার্টমেন্টের কার্যক্রম ত্রৈমাসিক পর্যালোচনা এবং আইন অনুযায়ী সকল রিপোর্ট সংশিস্নষ্ট সকলের নিকট প্রেরণ।
বিবিধ : আইনের উদ্দেশ্য বাসত্মবায়নকল্পে পরিষদ কর্তৃক বিবেচিত সকল বা যে কোন বিষয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস