পাইন্দু বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত রুমা উপজেলার একটি ইউনিয়ন। পাইন্দু ইউনিয়ন ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদ পাইন্দু বাংলাদেশ-এ অবস্থিত পাইন্দুপাইন্দুবাংলাদেশে পাইন্দু ইউনিয়নের অবস্থান স্থানাঙ্ক: ২২°৬′ উত্তর ৯২°২১′ পূর্ব দেশ বাংলাদেশ বিভাগ চট্টগ্রাম বিভাগ জেলা বান্দরবান জেলা উপজেলা রুমা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন সরকার • চেয়ারম্যান উহ্লামং মার্মা আয়তন • মোট ১৩৪.৬৮ কিমি২ (৫২.০০ বর্গমাইল) জনসংখ্যা (২০১১) • মোট ৬,৯২৩ • ঘনত্ব ৫১/কিমি২ (১৩০/বর্গমাইল) স্বাক্ষরতার হার • মোট ২২.০৩% সময় অঞ্চল বিএসটি (ইউটিসি+৬) পোস্ট কোড ৪৬২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট
পাইন্দু সাইতার/ তিনাপ সাইতার বান্দরবানের রোয়াংছড়িতে অবস্থিত যা এখন বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। যেতে হলে হেঁটে পাড়ি দিতে হবে ৪০ কিলোমিটার পথ। আবার সেই পথেই ফিরে আসতে হবে। বম ভাষায়সাইতার শব্দের অর্থ ঝরনা। পরে অবশ্য গিয়ে জানা যায় ঝরনাটির নাম তিনাপ সাইতার (Tinap Saitar Waterfall)। বান্দরবান পৌঁছে বাস থেকে নেমে রোয়াংছড়ির বাসস্ট্যান্ড থেকে লোকাল বাসে যেতে হবে রোয়াংছড়ি। সেখান থেকে গাইড নিয়ে ২৩ কিমি হেঁটে যেতে হবে রনিন পাড়া। রাতে রনিন পাড়ায় থেকে পরের দিন ৪/৫ ঘণ্টা হেটে (হাটার গতি ও স্ট্যামিনার উপর নির্ভর করে সময় বেশি বা সামান্য কম হতে পারে) পাইন্দু খাল ও বিশাল পাহাড় পেরিয়ে যখন চোখের সামনে অকস্মাৎ উদিত হয়, এই তিনাপ সাইতার, সকল কস্ট,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস